ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ ১৫:৩১:৫২ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৫:৩২:০৮
ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইনে

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট শুধুমাত্র অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) জানানো হয়, আগামী ১৭ থেকে ৩০ এপ্রিল এই টিকিট ক্রয় করা যাবে।

টিকেট ক্রয়ের জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোন মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আগামী ১ এপ্রিল শনিবার থেকে যাত্রার ১০ (দশ) দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে।

আরও পড়ুন: ঈদের ছয়দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত হয়েছে।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads