ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

সোনারগাঁয়ে এক হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ ১৬:৪৯:০৫
সোনারগাঁয়ে এক হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দুই কিলোমিটার এলাকায় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ লাইন তুলে নেয়া হয়। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় তিনটি গ্রাম ও সাতটি রেস্তোরার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ট্র্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।

এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আরও পড়ুন: ঈদের ছয়দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, মেঘনা নিউটাউন এলাকায় দীর্ঘদিন ধরে সাতটি রেস্তোরা ও তিন গ্রামের বাসা বাড়িতে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ দিয়ে রান্নান কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে বছরে প্রায় এক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্র্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।


একাত্তর/আরবিএস 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads