ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

পশ্চিমবঙ্গে দলীয় বৈঠকে গুলি, তৃণমূল কর্মী নিহত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ ১৭:২৪:৩৭ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৭:২৬:৩৬
পশ্চিমবঙ্গে দলীয় বৈঠকে গুলি, তৃণমূল কর্মী নিহত

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় বৈঠক শেষে বের হাওয়ার সময় এক তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তৃণমূল কর্মীর নাম শাহিনূর রহমান (৭০)। 

বৃহস্পতিবারের (৩০ মার্চ) এ ঘটনায় আরও তিন তৃণমূল কর্মী আহত হয়েছেন।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার বিশপ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। 

কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম আনন্দবাজার ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দিঘাপানায় বুথ কমিটির বৈঠক ডেকেছিল তৃণমূল। পঞ্চায়েত ভোটে কাকে টিকিট দেওয়া হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্তের জন্য। তা শেষ হওয়ার পরেই এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

এদিন বৈঠক শেষে বের হওয়ার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আহত কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে মৃতের পরিবারের দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। তাদের বক্তব্য, খুনের নেপথ্যে দলের ‘বিরুদ্ধে গোষ্ঠী’ রয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশবাহিনী পৌঁছেছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads