ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

কালুখালীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ ১৭:২৭:৩৩
কালুখালীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৩০ মার্চ) তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালী থানার দয়ারামপুর গ্রামের মৃত শাহাজাহান মণ্ডলের ছেলে মো. আশরাফুল মণ্ডল ও কালুখালী এলাকার মো. আব্দুলের ছেলে মো. ফারুক মণ্ডল। 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা, দুই বোতল ফেনসিডিল ও ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকেলে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads