মাজারের দরবেশ ছদ্মবেশে নিয়মিত রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ী থেকে ভারতীয় হেরোইন সংগ্রহ করে পাচারকালে র্যাবের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি।
বুধবার (২৯ মার্চ) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড় থেকে তাকে ৭৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
জানা গেছে, আটককৃত ব্যক্তি খুলনা সদর উপজেলার আশরাফুল মামুর এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে মো. শফি ফকির (৩২)। দীর্ঘদিন থেকে তিনি এভাবে হেরোইন পাচার করে আসছিলেন।
র্যাব-৫ সিপিসি-১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার বিকেলে গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড়ের হাজি সুপার মার্কেটের তাপস জুয়েলার্সের সামনে থেকে অটোরিকশায় করে যাওয়ার সময় হেরোইনসহ হাতেনাতে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৭৬ লাখ টাকা বলেও জানান তিনি।
আরও পড়ুন: কালুখালীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের কোম্পানি অধিনায়ক।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.