ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় চীন-ব্রাজিলের বাণিজ্য চুক্তি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ ১৯:০৩:২৬
ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় চীন-ব্রাজিলের বাণিজ্য চুক্তি

দুই দেশের বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে চীন এবং ব্রাজিল। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহৃত হবে বলে চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস জানিয়েছে, বুধবার (২৯ মার্চ) বিষয়টি ব্রাজিল সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এই চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে। 

ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে জানায়, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। ফলে ডলারের বিরুদ্ধে চীনের এ উদ্যোগ স্বাভাবিকভাবে দেখবে না বাইডেন প্রশাসন। 

অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার চীন। গত বছর দু'দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads