দিনাজপুরে নেশার টাকার যোগান না দেওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে দিনাজপুর সদরের উপশহরের ১০ নং ওয়ার্ডের হাউজিং অফিস সংলগ্ন ডা. মশিউর রহমানের বাড়ি থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত আরিফা বেগম (২৭) ও তার ঘাতক স্বামী বেলাল হোসেন (৩০) ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার পৈত্রিক বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুরালিপুর গ্রামে।
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। পলাতক ব্যক্তি মাদকাসক্ত বলেও স্থানীয়রা জানিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দরবেশ ছদ্মবেশে হেরোইন পাচারকালে একজন আটক
নেশার টাকার যোগান না দেওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পুলিশ ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.