নরসিংদীতে কাভার্ড ভ্যানের সাথে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতের মধ্যে একজন পুরুষ ও আরেকজন নারী। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাল চারটার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পঙ্কজ নামে সিএনজির এক যাত্রী নিহত হন। আহত অপর চারজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.