দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-রংপুর মহাসড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত গোলজার আলী (৪৫) চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মৃত গোমুল্লা শাহের ছেলে ও ফজলে রাব্বী দুলাল (৪০) পার্শ্ববর্তী খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডুবলিয়া গ্রামের মৃত ইসহাক আলী ছেলে।
স্থানীয়রা এলাকাবাসী জানান, রাণীরবন্দর থেকে মোটরসাইকেলযোগে গোলজার আলী ও ফজলে রাব্বী দুলাল বেকিপুল বাজার এলাকায় এসে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: ভটভটিতে নসিমনের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জানান, এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.