আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আরও আট রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দলগুলোকে এ চিঠি পাঠানো হয়। বিএনপির পাশাপাশি এ দলগুলো গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ইসির আনুষ্ঠানিক সংলাপে অংশ নেয়নি।
এর আগে, গত সপ্তাহে নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দেয় ইসি। দলটি ইসির ডাকে সাড়া দেবে না বলে সংবাদ সম্মেলন করে জানায়।
বিএনপি চাইলে তাদের জোটভুক্ত সমমনা দলকে সঙ্গে নিয়েও আলোচনায় বসতে পারে বলেও ইসির ওই অনানুষ্ঠানিক পত্রে উল্লেখ করা হয়েছিল।
এবার আগের সংলাপে অংশ না নেওয়া আট দলকে চিঠি পাঠানো হলো। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সপ্তম দফায় বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়
আমন্ত্রণ পাওয়া দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.