ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

৬৩ হাজার ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ ১১:১৩:৪১
৬৩ হাজার ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডারের মধ্যে দিয়ে পাচারকালে ৬৩ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজার পশ্চিমপাশে এ ঘটনা ঘটে। রাতে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, একটি সংঘবদ্ধ চক্র ইয়াবার বড় একটি চালান কক্সবাজার হতে বিশেষ কৌশলে (প্রাইভেটকারের সিলিন্ডারে) বহন করে গাজীপুরে দিকে নিয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার সময় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে তিন কন্যা হোটেলের সামনে সড়কে র‍্যাব একটি চেকপোস্ট বসায়।

এসময় সন্দেহজনক দুটি প্রাইভেটকারের গতিরোধ করে মাদক কারবারি মো. মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), মো. জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২), শাওন (২১) ও মো. রানাকে (২৫) গ্রেপ্তার করে।

এসময় তাদের ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়। মাদক কারবারিদের দেয়া তথ্যমতে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার পিস এবং অপর একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ২৩ হাজার ৭৬৫ পিস এবং ১১০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৯৩ লক্ষ ৭৯ হাজার টাকা।

এছাড়াও তাদের নিকট থেকে ৪টি ড্রাইভিং লাইসেন্স, ৮টি মোবাইল ফোন, ১টি জাতীয় পরিচয়পত্র, ৪টি হাতঘড়ি এবং নগদ ১৬ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সবাই একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত চার

অভিযুক্তরা প্রথমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান নিয়ে আসেন। পরবর্তীতে তারা কক্সবাজারের একটি গ্যারেজে বিশেষ পদ্ধতিতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা ঢুকিয়ে ঝালাই দিয়ে দেয়। তারা ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহণের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।

তারা ইতিপূর্বে কয়েকটি ইয়াবার চালান একই উপায়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলে স্বীকার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads