ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ড্রামট্রাকের ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব সংবাদদাতা, ফকিরহাট (বাগেরহাট)
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ ১১:২৭:৪৩ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১২:২৮:২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ড্রামট্রাকের ধাক্কা, হেলপার নিহত

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকের হেলপার শেখ কালু মিয়া (৩৫) নিহত হয়েছেন। এসময় চালক শামীম হাসান (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহত হেলপার শেখ কালু মিয়া সাতক্ষীরার কালামনগর এলাকার শেখ লালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কয়লা ভর্তি ট্রাকের পেছনে ঢাকাগামী পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাক হেলপার শেখ কালু মিয়া ঘটনাস্থলে নিহত হন।

এসময় আহত চালক শামীম হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাউওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ৬৩ হাজার ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads