ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

পঞ্চাশের আগে পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ ১৪:৪৮:১২ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৬:১০:০৭
পঞ্চাশের আগে পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

উইকেট পড়ার হিড়িক উঠেছে বাংলাদেশ ইনিংসে! মাত্র ৪১ রানেই পাঁচ উইকেট হারিয়ে ভালোই চাপে পড়েছে টাইগাররা।

আগের ম্যাচেই রেকর্ড গড়া ব্যাটিংয়ের পর শুক্রবার (৩১ মার্চ) পুরোপুরি ব্যর্থ লিটন দাস। ইনিংসের প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। সাজঘরে ফিরেছেন দ্বিতীয় ওভারেই।

লিটনের পর উইকেটে এসে থিতু হতে পারেননি শান্তও। ইনিংসের তৃতীয় ওভারে শেষ বলটি অফ স্ট্যাম্পের বাইরে ছিল, সেখানে ছক্কা হাঁকাতে গিয়ে টাইমিং করতে পারেননি তিনি। তাতে মিড অফে ধরা পড়েন। এই টপ অর্ডার ব্যাটারের ইনিংসের দৈর্ঘ্য ছিল ৮ বল। সেখানে তিনি সংগ্রহ করতে পেরেছেন ৪ রান।

নাজমুলের পর কার্টিস ক্যাম্ফারের শিকার হন রনি তালুকদার। ফুললেংথেই ছিল, রনি তুলে মেরেছিলেন। ডিপ মিডউইকেটে ভুল করেননি মার্ক এডেয়ার। রনি থামলেন ১০ বলে ১৪ রান করে। ফলে দলীয় ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

মার্ক এডেয়ারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন সাকিব। ফিরে যান ব্যক্তিগত ৬ রানে।

সাকিবের পর বেন হোয়াইটের শিকার হন তাওহিদ হৃদয়। স্লগ সুইপ করতে গিয়ে খাড়া ওপরে তুলেছিলেন হৃদয়, অফ স্ট্যাম্পের বেশ বাইরে থেকে টেনে খেলতে গিয়েছিলেন। ফলে ৪১ রানেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়।

আরও পড়ুন: এমবাপের বিষয়ে পিএসজির সাথে যোগাযোগ ছিন্ন করেছে রিয়াল

আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads