আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। চার বল বাকি থাকতে ১২৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে লিটন দাস ও রনি তালুকদারের ওপেনিং জুটি জমেনি। ওপেনার লিটন চার রান ও তিনে নামা নাজমুল শান্ত পাঁচ রান করে ফিরে যান।
এরপর রনি তালুকদার ১৪ ও সাকিব আল হাসান চার রান করে আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ১০ ওভারে বাংলাদেশ ৬৪ রান তুলে হারায় সাত উইকেট। অভিষেক হওয়া লেগ স্পিনার রিশাদ আট ও তাসকিন শূন্য করে ফিরে যান।
অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন ছয়ে নামা শামীম হোসেন পাটোয়ারি। তিনি শেষ ব্যাটার হিসেবে আউট হন। খেলেন ৪২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫১ রানের ইনিংস। এছাড়া নাসুম আহমেদ ১৩ রান করেন।
আয়ারল্যান্ডের হয়ে মার্ক এডায়ার চার ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ম্যাথু হামফ্রিস দুই ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। এছাড়া হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, বেঞ্জামিন হোয়াইট ও গ্যারেথ ডিলানি একটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: পঞ্চাশের আগে পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
এই ম্যাচ জিততে পারলে আইরিশদের হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা। ১২৪ রানের পুঁজি নিয়ে বোলাররা দলকে জেতাতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.