তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লড়াই করার মত সংগ্রহই তুলতে পারলো না বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটে জিতেছে আইরিশরা।
শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে আক্রমণ চালায় আয়ারল্যান্ড। তাসকিন ও সাকিবের ২ ওভারে ৪ বলের মধ্যে ৩ চার মারেন রস এডেয়ার ও পল স্টার্লিং। ১২৫ রানের লক্ষ্যে প্রথম ২ ওভারেই ১৫ রান তুলে ফেলে আয়ারল্যান্ড।
তবে তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। মাত্র সাত রান করে ফেরেন এডেয়ার। পরে দলীয় ৪১ রানে শরীফুলের প্রথম বলে ফেরেন টাকার।
আয়ারল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক পল স্টার্লিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২২তম ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটি করতে তার লেগেছে ৩১ বল। শেষ পর্যন্ত ৪১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে রিশাদ হোসেনের বলে আউট হন তিনি।
আরও পড়ুন: আইরিশদের ১২৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
অধিনায়কের বিদায়ের পর বাকি কাজটুকু শেষ করেন কার্টিস ক্যাম্ফার। ১৪তম ওভারের শেষ বলেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। ৩৬ বল বাকি থাকতে ৭ উইকেটের দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড।
এর ফলে টানা পাঁচ ম্যাচে জয়ের পর অবশেষে হারলো সাকিবের দল। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো ২-১ ব্যবধানে সিরিজ জিতেই।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.