ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। গত দুইদিনের মধ্যে এটি রাজধানীর কাছে দ্বিতীয় হামলা।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইল শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাতের পরেই ‘মিসাইলের স্প্রে’ ছোঁড়ে।
সূত্রটি বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেয় এবং তাদের বেশ কয়েকটিকে গুলি করে। এ আক্রমণের ফলে কিছু বস্তুগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা।
এ হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলাটি ‘দামাস্কাস গ্রামাঞ্চলের একটি সাইটে’ আঘাত করেছে বলে সূত্রটি জানালেও এ ব্যাপারে তারা আর কোনও বিশদ বিবরণ দেয়নি।
প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তারা রাতভর শহরে অন্তত তিনটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এ ব্যাপারে ইসরাইলের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি, যারা সাধারণত সিরিয়ায় হামলার খবরে মন্তব্য করতে অস্বীকার করে।
ইসরাইল বছরের পর বছর ধরে সিরিয়ায় কথিত ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে সেখানে তেহরানের প্রভাব বেড়েছে।
আরও পড়ুন: ফ্রান্সে ১০ জনের একজন অভিবাসী: পরিসংখ্যান সংস্থা
ইসরাইল বলছে, সিরিয়ায় তেহরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে ইরানি অস্ত্র যাতে পৌঁছাতে না পারে সে লক্ষ্যেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের একটি সমীক্ষা অনুসারে, শুধুমাত্র মার্চ মাসেই সিরিয়ায় অন্তত ছয়টি হামলা হয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.