ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

দৈনিকের বিভ্রান্তকর সংবাদে ঢাবি শিক্ষকদের নিন্দা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ ১৯:০৪:১৭ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৯:৩৭:৫৬
দৈনিকের বিভ্রান্তকর সংবাদে ঢাবি শিক্ষকদের নিন্দা

একটি জাতীয় দৈনিক প্রত্রিকায় সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ নিজামুল হক ভুঁইয়া ও সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বাধীনতা দিবসে ওই জাতীয় দৈনিকর শিশুর ছবির সঙ্গে দিনমজুরের বক্তব্য প্রকাশ করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ে দিনমজুরের সে বক্তব্যে স্বাধীনতাকে ব্যঙ্গ করা হয়েছে। 

শিক্ষক সমিতি জানায়, শিশুটিকে উৎকোচ দিয়ে ছবি তোলা, অভিভাবকের অনুমতি ছাড়া  অপ্রাপ্তবয়স্কের ছবি তোলা সংবাদপত্রের নীতিমালা পরিপন্থি।


বিবৃতিদাতারা বলেন, এ ঘটনা মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনগঠনকালে বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন করার উদ্দেশে বাসন্তী নামের একজনকে জাল পরিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ওই বাসন্তীকাণ্ড যে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সাজানো হয়েছিল তা পরে প্রমাণিত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সরকার বিরোধীতার নামে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টায় কাউকে বিভ্রান্ত না হবার আহবান জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানানো হয়।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads