পোনা ইলিশ বা জাটকা ধরা বন্ধ করা গেলে এবার ইলিশের উৎপাদন আরও বেশি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আর মৎস্য গবেষণা ইন্সটিটিউট বলছে, এবার ৫২ শতাংশ মা ইলিশই ডিম পাড়ার সুযোগ পেয়েছে। তাই নদীর পরিবেশ, প্রকৃতি ঠিক রাখা গেলে ইলিশের উৎপাদন এবার রেকর্ড ছাড়াবে।
জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে দেশের ছয়টি স্থানে করা হয়েছে অভয়াশ্রম। ২০২১-২০২২ সালে ইলিশের উৎপাদন হয়েছে পাঁচ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। মাছ উৎপাদন বাড়াতে প্রায় তিন হাজার বর্গকিলোমিটার মেরিন প্রটেকশন অঞ্চলও ঘোষণা করেছে সরকার।
মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ডা. ইয়াহিয়া মাহমুদ বলেন, বর্তমান অবস্থায় নদীতে খাদ্য চক্রের পরিবর্তন হয়েছে। আগের চেয়ে এর পরিমাণ কমেছে। এছাড়া ৫২ শতাংশ মা মাছ ডিম ছেড়েছে। যার পরিমাণ আট লাখ কেজি। ইলিশ উৎপাদন ধরে রাখতে হলে আসছে মৌসুমে কী পরিমাণ আহরণ করতে হবে সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিভিন্ন জায়গায় কিছু অসাধু লোক টাকার লোভ দেখিয়ে জাটকা নিধন অভিযানকে বাধাগ্রস্ত করছে। তাই এবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান হবে।
আরও পড়ুন: রাজধানীতে এখনও জমেনি ঈদের কেনাকাটা
ইলিশের উৎপাদন বাড়লেও বাজারে দাম কেন কমছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, দাম নির্ধারণের বিষয়টি তার মন্ত্রণালয়ের এখতিয়ার নয়।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.