আইপিএলের ১৬তম আসরের পর্দা উঠেছে আজই। এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুতেই চেন্নাই ওপেনার কনওয়েকে (১) হারায়। এরপর মইন আলীকে নিয়ে জুটি গড়েন আরেক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড। তবে সেই জুটিও লম্বা হয়নি। ব্যক্তিগত ২৩ রানে মইন ফিরলেন আজ অনবদ্য এক ইনিংস খেলেন ঋতুরাজ। স্টোক, রাইডু, শিবম দুবেদের নিয়মিত আসা-যাওয়ার মধ্যে অবিচল থেকে খেলেন ৯২ রানের এক ঝলমলে ইনিংস।
ইনিংস শেষে ধোনীদের শিবিরে রানের সংখ্যা দাঁড়ায় সাত উইকেট হারিয়ে ১৭৮।
জবাবে হৃদ্ধিমান সাহা ও শুভমন গিলের ভালো সূচনা করে গুজরাট। হৃদ্ধিমান ২৫ রানে প্যাভিলিয়নের পথ ধরলেও নান্দনিক এক ইনিংস খেলে গিল। তার ইনিংসটি শেষ হয় ৬৩ রানে।
খেলার শেষ দিকে খানিকটা উত্তেজনা সৃষ্টি হলেও তাতে জল ঢেলে দেন রশিদ খান। ১২ বলে যখন ১৮ দরকার তখন পর পর বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে জয়ের একদম কাছাকাছি চলে যায় গুজরাট। শেষ ছয় বলে যেখন আট রান দরকার তখন তুষার দেশপাণ্ডের প্রথম বলে লং অফের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান রাহুল তেওয়াটিয়া। পরের বলে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি আদায় করে জয় নিয়ে মাঠ ছাড়ে হার্দিকের গুজরাট।
প্লেয়ার অব দ্যা ম্যাচ হন গুজরাতের রশীদ খান।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.