নেত্রকোণার দুর্গাপুরের বারোমারি সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের বারোমারি-লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের নাম আমিনুল ইসলাম। এসময় জায়দুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ ও হাবিলদার মিনহাজ নামে একজন বিজিবি সদস্য আহত হন।
শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুল রহমান জানান, বারোমারি সীমান্তে দিয়ে ভারতে সুপারি পাচার ও এর বিনিময়ে মাদক আসবে এমন গোপন তথ্যের ভিত্তিতে বারোমারি বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় লক্ষীপুর নামক স্থানে সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল বাংলাদেশ থেকে মাথায় করে সুপারির বস্তা নিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও দা-লাঠিসোটা নিয়ে বিজিবির সদস্যদের উপর আক্রমণ করে। বিজিবি সদস্য মিনহাজ উদ্দিনকে চোরাকারবারিরা দা দিয়ে কোপ দিলে তিনি আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুঁড়লে চোরাকারবারি আমিনুল ও জায়দুল গুলিবিদ্ধ হয়৷
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করে ও উন্নত চিকিৎসার জন্য জায়দুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার
এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন। ঘটনাস্থল থেকে সাত বস্তুা সুপারি জব্দ করেছে বিজিবি।
এদিকে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুনের দাবি, তার ছেলে দিনমজুরের কাজ করে, ওই এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। ওই সময় বিজিবির সদস্যরা কোন কিছু না বলেই প্রথমে তাকে মারধর করে, পরে প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.