কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া দুই শিশুসহ আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) বিকেল পাঁচটার দিকে মার্কিন-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহক অঞ্চল আকওয়েসাসনি সি স্নাইর একটি জলাভূমিতে প্রথম মরদেহটি পাওয়া যায়। এরপর আশেপাশের এলাকা থেকে বাকি মরদেহগুলোও উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তবে তাদের মধ্যে রোমানিয়া ও ভারতের দুটি পরিবার রয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু। এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল। আরেক শিশুও কানাডিয়ান ছিল।
আকওয়েসাসনি মোহক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও'ব্রায়েন জানান, মৃতদেহগুলো দুটি পরিবারের সদস্যদের, যাদের মধ্যে একটি রোমানিয়ান বংশোদ্ভূত এবং আরেকটি ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের নিন্দা রাশিয়ার
তিনি জানান, নিহতদের সবাই কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান যে বুধবার রাতে ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘এটি একটি হৃদয়বিদারক পরিস্থিতি। আমাদের সঠিকভাবে বুঝতে হবে কী ঘটেছে, কীভাবে এটি ঘটেছে এবং এটি আবার ঘটার সম্ভাবনা কমানোর জন্য আমরা যা করতে পারি তা করতে হবে’।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.