ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, যশোর
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১২:১৩:২১ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১২:১৭:৩১
যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

যশোর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক তরুণ। 

শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ইউসুফ আলী (২৭) ও অভিযুক্ত ইউনুস আলী ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের কারণে ইউসুফের ছোট ভাই ইউনুসের সাথে তার হাতাহাতি হয়। এক পর্যায়ে ইউনুস তার বড় ভাই ইউসুফের বুকে ছুরিকাঘাত করে।  হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সীমান্তে বিজিবির সাথে সংঘর্ষে নিহত এক, আহত দুই

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার সালাউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই ওই ইউসুফ আলীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads