ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প, চলছে আদালতে নেয়ার প্রস্তুতি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১২:৩৪:৫৩ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১২:৩৭:৫৮
আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প, চলছে আদালতে নেয়ার প্রস্তুতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ মামলার শুনানির জন্য তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। 

আগামী মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ট্রাম্প মামলার শুনানির জন্য ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে যাবেন। এদিন তিনি আত্মসমর্পণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এসময় তাকে ঘিরে থাকবে ফেডারেল এজেন্টরা।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামের এক নারীর সাথে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছেন। তবে ট্রাম্প তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন।

বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি। তবে তার একজন আইনজীবী শুক্রবার বলেছেন, তিনি নিজেও এগুলো এখনো দেখেননি।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের আদালতে যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে সিক্রেট সার্ভিসের কয়েক ডজন বা সম্ভবত একশরও বেশি সদস্য জড়িত থাকবেন। তবে তাকে হাতকড়া পড়ানো হবে না। কারণ এটা সাধারণত তাদেরকেই পড়ানো হয় যাদের ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।

ট্রাম্পের আদালতে আত্মসমর্পণকে ঘিরে নিরাপত্তার পুরো বিষয়টি দেখভাল করছে এফবিআই, এনআইপিডি, সিক্রেট সার্ভিস ও নিউইয়র্ক সিটি কোর্ট কর্মকর্তারা।

সিবিসি টেলিভিশনকে একটি সূত্র জানিয়েছে, এসব সংস্থা এখন ট্রাম্প, বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের ওপর হামলাসহ সম্ভাব্য নানা কিছু বিশ্লেষণ করছে।

ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস ইতোমধ্যেই ‘অনেকগুলো হুমকি’ পেয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে আট অভিবাসীর মরদেহ উদ্ধার

অনেকে মনে করছেন, সাবেক প্রেসিডেন্ট যখন আদালতে আসবেন তখন পুরো এলাকা লকডাউন করে দেয়া হতে পারে।

এর আগে ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পকে শুক্রবারে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু নিরাপত্তার জন্য আরও সময় দরকার জানিয়ে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads