ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

শিবগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১২:৪৫:৩৭ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৩:০০:৫৭
শিবগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৯৪২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।  

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা এক অভিযানে তাকে আটক করে।

জানা গেছে, আটককৃত মো. জাহাঙ্গীর আলম (৪৪) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের মো. কায়েস উদ্দিনের ছেলে। 

শনিবার (১ এপ্রিল) সকালে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আজমতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের এক তলা বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৪২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ সিপিসি-১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads