ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় ব্যাটারি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) বিকাল পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রবিউল ইসলাম (৪২) হরিনাকুণ্ডুর জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে আছরের নামাজ পড়ে মসজিদের গেট দিয়ে বের হন। এসময় একই গ্রামের প্রতিপক্ষ আক্কাচ আলী ও পলাশ মিয়ার লোকজন পূর্বশত্রুতার জের ধরে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে রবিউলের পিঠে ও মাথায় উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শিবগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান জানান, পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা রবিউলকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.