ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ট্রেনের টিকেট কাটা নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক যাত্রীরা

মনির মিল্লাত, একাত্তর
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১৩:৪২:০৫
ট্রেনের টিকেট কাটা নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক যাত্রীরা

এবার ঈদযাত্রায় ট্রেনের সব টিকেট অনলাইনে বিক্রি হওয়ার বিষয়টি স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে প্রযুক্তিজ্ঞান কম থাকা যাত্রীরা অনলাইনে টিকেট কাটা নিয়ে দুশ্চিন্তায় আছেন। কিছু টিকেট কাউন্টারে বিক্রির দাবি জানিয়েছেন তারা। 

প্রতি ঈদেই ট্রেনের আগাম টিকেটের জন্য কমলাপুরে হাজারো মানুষ ভিড় করে। তবে, এবারৱ এমন দৃশ্য দেখা যাবে না। এতদিন ঈদ যাত্রার অর্ধেক টিকেট কাউন্টারে বিক্রি করলেও এবার সব টিকেট বিক্রি হবে অনলাইনে।  

আগামী ৭ এপ্রিল শুরু হবে ঈদের আগাম টিকেট বিক্রি। প্রথমদিন দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। আগাম টিকেট বিক্রি কার্যক্রম চলবে পাঁচদিন।  

ঈদযাত্রার সব টিকেট অনলাইনে বিক্রির সিদ্ধান্তকে যাত্রীদের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তবে ট্রেনে এমন বহু যাত্রী যাতায়াত করেন যাদের প্রযুক্তিজ্ঞান কম। কাউন্টার থেকে টিকেট কেটে তারা অভ্যস্ত। তারা আছেন দুশ্চিন্তায়।

সার্ভার জটিলতায় কাঙ্ক্ষিত টিকেট না পাওয়ার অভিযোগও কম নয়। সেখানে ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রির চাপ কিভাবে সামলানো হবে তা নিয়েও আছে প্রশ্ন। 

যাত্রী কল্যাণ সমিতি বলছে, কালোবাজারি বন্ধ ও যাত্রী ভোগান্তি কমাতে রেলের উদ্যোগটি ভালো। তবে প্রান্তিক যাত্রীদের টিকেট নিশ্চিত করার সমাধান খুঁজতে হবে কর্তৃপক্ষকে। 

ঈদযাত্রার কিছু টিকেট কাউন্টার থেকে বিক্রির দাবি থাকলেও কর্তৃপক্ষ বলছে শতভাগ টিকেটই এবার অনলাইনে বিক্রি হবে। তাই এখনই জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ। কারণ, নিবন্ধন ছাড়া ট্রেনের টিকেট আর বিক্রি হবে না। 

আরও পড়ুন: পাশে থাকার প্রতিশ্রুতি মার্কিন কংগ্রেসের বাংলাদেশ ককাসের

উল্লেখ্য, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে এবারই প্রথম ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল মন্ত্রণালয়। 

টিকিট কেনার জন্য রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল বা Rail Sheba অ্যাপে গিয়ে যে কোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করা যাবে। টিকিট বিক্রির প্রথম দিন ৭ এপ্রিল মিলবে ১৭ এপ্রিলের টিকিট।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads