ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।
শনিবার (১ এপ্রিল) সকালে এই কারাগার স্থানান্তরের বিষয়টি ঘটে। এর আগে মাত্র গতকাল দুপুরেই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ স্থানান্তর করা হয়েছিল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ জানান, সকাল সোয়া ১০টায় দিকে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
একবার কাশিমপুরে আনার পর আবার কেন ঢাকার কারাগারে পাঠানো হচ্ছে জানতে চাইলে শাহজাহান আহমেদ ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের’ কথা জানান।
এর আগে, শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম জানান।
সেসময়ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হচ্ছে বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার।
আরও পড়ুন: লালবাগে পিকআপের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) ভোরে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে তোলা হয়। শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.