ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১৪:৩৮:৩৬ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৪:৪০:১৬
রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় রাস্তায় পড়ে থাকা এক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (১ এপ্রিল) সকাল আটটার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। 

জানা গেছে, নিহত ব্যাংক কর্মকর্তা হৃদয় ছত্রী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কংকন চৈত্রীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার সকাল আটটার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে। নিহত হৃদয় ছত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। অফিসের কাজে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

আরও পড়ুন: যশোরে তরুণকে গলাকেটে হত্যা

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads