কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক বৃদ্ধ রোহিঙ্গা নিহত হয়েছেন।
শনিবার (১ এপ্রিল) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউ’র পঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সৈয়দ আলম (৬১) ওই ক্যাম্পের মো. হাসিমের ছেলে। এই ঘটনায় তাইফুর (১২) নামে এক শিশু আহত হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০-২৫ জনের একটি দুর্বৃত্ত দল বাড়ির সামনে চলাচলের রাস্তার উপর সৈয়দ আলমকে গুলি করে৷ গুলিটি বুকের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে সৈয়দ আলম ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়ে ওসি বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.