ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

হাইকোর্টে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১৬ বেঞ্চ গঠন

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১৫:৪৯:৫৩
হাইকোর্টে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১৬ বেঞ্চ গঠন

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার (২ এপ্রিল) থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। বেঞ্চ গঠন সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। খবর: বাসস। 

বেঞ্চ গঠন সংক্রান্ত নোটিশে বলা হয়, ২ এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। 

একক বেঞ্চগুলো হলো- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন: অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠায় নেমেছে প্রথম আলো: কাদের

অন্যদিকে দ্বৈত বেঞ্চগুলো হলো- বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো.খায়রুল আলম, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads