ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ইফতারে সাংবাদিক পিটিয়ে যুবদলের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১৬:০৬:৫৪ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ২১:২৯:৫২
ইফতারে সাংবাদিক পিটিয়ে যুবদলের তিন নেতা বহিষ্কার

রাজধানীর মিরপুর পল্লবীতে মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, বহিষ্কৃতরা হলেন জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খান। 

যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: শামসুজ্জামানকে আবারও নেওয়া হচ্ছে কেরানীগঞ্জে

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads