ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

সারাবছর সুলভ দামে পণ্য বিক্রি চালু রাখার দাবি

হাবিব রহমান, একাত্তর
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ ১৯:৫০:০৮ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৯:৫২:১১
সারাবছর সুলভ দামে পণ্য বিক্রি চালু রাখার দাবি

বাজারের উর্ধ্বগতিতে কম দামে মাংস-দুধ কিনতে পেরে কিছুটা স্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ক্রেতাদের পর্যাপ্ত ভীড় না থাকলেও তারা বলছেন, সারা বছরই ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা চালু রাখা দরকার। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, রমজানে কম দামে পণ্য দিতেই এ কার্যক্রম। 

বাজারে চড়া গরুর মাংস, মুরগির মাংসেও স্বস্তি নেই। দৈনন্দিন বাজার তালিকা কাটছাট করেও কুলাতে পারছে না মানুষ। দামের উর্ধগতি ঠেকাতে রোজার শুরু থেকেই গরু, খাসি, মুরগির মাংস, দুধ আর ডিম কম দামে বিক্রির উদ্যোগ নেয় প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

ঢাকার ২০টি স্থানে প্রথম রোজা থেকে ২৮ রোজা পর্যন্ত এসব পণ্য মিলবে। এ বছর গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে।

রোজার নবম দিন, শনিবার কম দামের পণ্য কিনতে ক্রেতার উপস্থিতি ছিলো কম। ক্রেতারা বলছেন, দাম বাজারের চেয়ে কিছুটা কম। ফলে আমিষের চাহিদা কিছুটা মেটানো যাচ্ছে। তারা বলছেন, গরু, মুরগি, খাসি, দুধ, ডিমের দাম বাজারের চেয়ে কিছুটা কম। তবে দাম আরো কমলে তাদের সুবিধা হয়। পাশাপাশি সারাবছর সুলভ দামে পণ্য বিক্রিরও দাবি জানান তারা। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রমজানে ক্রেতাদের স্বস্তি দিতেই কম দামের ব্যবস্থা করা হয়েছে। পণ্য বিক্রিতে যেন কোন অনিয়ম না হয় সেদিকেই নজর রাখা হচ্ছে। মানুষ তার সাধ্যের মধ্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারেন, সেজন্য ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলছে।

সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেইট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর ও রামপুরায় এ কার্যক্রম চালু থাকবে।

একজন ক্রেতা সর্বচ্চো এক কেজি গরুর মাংস, এক কেজি খাসির মাংস, এক কেজি মুরগি, পাঁচ লিটার দুধ আর দুই হালি ডিম নিতে পারবে।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads