১৮টি পণ্যের অনুমোদন ও নিবন্ধন সনদ না থাকায় রাজধানীর উত্তরায় ট্রাস্ট ফ্যামিলি নিডস সুপারশপকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
তৃতীয়বার একই অপরাধ করায় সুপারশপটিকে এই পরিমাণ জরিমান করা হয়েছে। অভিযানে সুপারশপটিতে অনুমোদনহীন ১২টি এবং নিবন্ধন সনদ নেই এমন ছয়িট পণ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, ভেজাল আর নকল পণ্যের বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন তারা। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। আর অভিযানও নিয়মতি চলবে।
যদিও ভোক্তারা বলছেন, যার যার নৈতিকতার যায়গায় ঠিক না হলে, এমন অভিযান দিয়ে কিছু হবে না। বিদেশ থেকে বৈধ-অবৈধ নানা উপায়ে নানা পণ্য ঢুকছে দেশে।
যেগুলো আবার বিক্রিও হচ্ছে ফুটপাত থেকে শুরু করে সুপারশপেও। কিন্তু এর অধিকাংশ পণ্যের ক্ষেত্রে ভোক্তারা আদতে জানেনই না, এগুলো আসল না নকল।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.