বাগেরহাটে তিন হাজার ৪১৫ পিস ইয়াবসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার দিবাগত রাতে জেলা ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- রূপসা থানা এলাকার মো. শহিদুল ইসলাম শেখ (৫২) ও ফেনী জেলার দাগনভুইয়া থানার মো. মোস্তফা তারেক বাবু (২৫)।
শনিবার (১ এপ্রিল) বিকেল তিনটার দিকে র্যাব-৬ এর মিডিয়া সেল এ তথ্য জানানো হয়।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, শুক্রবার (৩১ এপ্রিল) দিবাগত রাতে র্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন খবরে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটকদের ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.