পশ্চিমারা ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র সরবরাহ করে আসছে। ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ভিক্টর।
গতকাল শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ শঙ্কার কথা জানান। খবর সিআরই'র।
সাক্ষাৎকারে ওরবান ভিক্টর বলেন, সংঘর্ষ দিন দিন তীব্রতর হচ্ছে, কিন্তু পশ্চিমা নেতাদের অবস্থানের পরিবর্তন হয়নি। ইউরোপের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের ক্লান্তি ছড়িয়ে পড়তে শুরু করেছে।
তিনি আরও বলেন, প্রতিরোধ অস্ত্র থেকে শুরু করে পশ্চিমারা এখন ইউক্রেনকে সামরিক বিমান ও অন্য প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে। অন্যদিকে রাশিয়ার ওপর অবরোধ ইউরোপীয় অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
আরও পড়ুন: অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠায় নেমেছে প্রথম আলো: কাদের
ইউরোপের দেশ হওয়া সত্বেও ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা রাষ্ট্রগুলোর সমালোচনায় সরব ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
গেলো বছর পুতিনের অন্যতম মিত্র ওরবান বলেছিলেন, এ যুদ্ধে হাঙ্গেরি নিরপেক্ষ অবস্থানে থাকবে। এমনকি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তার দেশ রুবলে (জ্বালানির) মূল্য পরিশোধ করতেও প্রস্তুত।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.