ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ন্যাটোর নতুন প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন বলে একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য সান।
শুক্রবারের (৩১ মার্চ) প্রতিবেদনে বলা হয়েছে, এই অক্টোবরে ফন ডার লিয়েন কর্তৃক জোটের দায়িত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছে ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ।
ন্যাটোর বর্তমান মহাসচিব জেনস স্টলটেনবার্গ আগের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে তার মেয়াদ শেষ করবেন বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত তার ম্যান্ডেট তিনবার বাড়ানো হয়েছে এবং প্রায় ৯ বছর তিনি দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাজ্যের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দ্য সান আরও বলেছে, জার্মানির সশস্ত্র বাহিনীর দায়িত্বে থাকা অবস্থায় তার দুর্বল ট্র্যাক রেকর্ডের কারণে সাবেক জার্মান প্রতিরক্ষামন্ত্রী ফন ডার লিয়েনকে সম্ভবত ভেটো দেবে ব্রিটেন।
আরও পড়ুন: আফগানিস্তানে তিন ব্রিটিশ নাগরিক আটক
এদিকে জার্মান পত্রিকা ওয়েল্ট আম সনটাগ রিপোর্ট করেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হওয়ার জন্য শীর্ষস্থানীয় প্রার্থীদের মধ্যে ছিলেন।
উল্লেখ্য, নতুন ন্যাটো প্রধান নির্বাচনের জন্য কোনো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া নেই। ৩০ সদস্যের জোটটি ব্যক্তিগতভাবে সর্বসম্মতিক্রমে নতুন নেতা নির্বাচন করে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.