ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ ১৩:০৪:৪৮
ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

জেরুজালেমের আল-আকসা চত্বরে একজন মেডিক্যাল ছাত্রকে হত্যার কয়েক ঘণ্টা পর অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শনিবার (১ এপ্রিল) বাইত উমর শহরের কাছে নিজ গাড়ির ভেতরে ওই তরুণকে গুলি করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা। 

নিহত তরুণের নাম মোহাম্মদ রা’দ বারাদিয়াহ (২৪) বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাকর্মীদের আহত বারাদিয়াহর কাছে যেতে দেয়া হয়নি। রক্তক্ষরণ হতে হতে এক পর্যায়ে সেখানেই মারা যান তিনি। 

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বারাদিয়াহ তার গাড়ি সৈন্যদের একটি দলের ওপর উঠিয়ে দেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। 

এদিকে ইসরাইলি চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এর আগে শনিবার (১ এপ্রিল) ইসরাইলি পুলিশ জানায়, তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের একটি প্রবেশপথের চেইন গেটে আরেক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। 

আরও পড়ুন: ন্যাটোর নতুন প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে উরসুলা

সাইটের প্রবেশপথে থাকা ফিলিস্তিনি উপাসকরা জানান, ২৬ বছর বয়সী মোহাম্মদ খালেদ আল-ওসাইবি মসজিদ প্রাঙ্গণে যাওয়ার পথে একজন মহিলাকে হয়রানি করা থেকে বিরত করার চেষ্টা করার পরে পুলিশ তাকে কমপক্ষে ১০ বার গুলি করে।

পুলিশ অবশ্য অভিযোগ করেছে, আল-ওসাইবি একজন অফিসারের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করেন এবং টানাহেঁচড়ার এক পর্যায়ে গুলি চালিয়ে বসেন। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads