ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ ১৪:২৩:১৪
গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ তরুণ গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ এক তরুণকে গ্রেপ্তার করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

রোববার (৩ এপ্রিল) দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহম্মেদ। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহম্মেদ জানান, শনিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তারকৃতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়। এসময় তার সহযোগী একই এলাকার লাবিব মোল্লার ছেলে আজিজ মোল্লা পালিয়ে যায়।

আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বৃদ্ধ নিহত 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফীউল করিম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads