টাঙ্গাইলে কলহের জেরে মাকে হত্যার পর ২৭ বছর পালিয়ে থাকা ছেলে অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার মধ্যরাতে রাজধানীর আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম বাদশা মিয়া (৫৫)। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালোহা এলাকার বাসিন্দা। বাদশা ওই হত্যার মৃত্যুদণ্ড পাওয়া আসামি।
রোববার (২ এপ্রিল) দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
র্যাব জানায়, ১৯৯৬ সালে মা তমিরন নেছা ও বোনের সঙ্গে ঝগড়ার হয় বাদশার। এক পর্যায়ে তিনি ধারালো দা দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তমিরনের মৃত্যু হয়। এ ঘটনায় কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে বাদশা পলাতক ছিলেন। ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত বাদশাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.