ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ওয়ারীতে আগুন: স্বামীর পর দগ্ধ স্ত্রীও মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ ১৭:২১:২৯ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৭:২৫:৪৭
ওয়ারীতে আগুন: স্বামীর পর দগ্ধ স্ত্রীও মারা গেলেন

রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির মেথর পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- রাজু দে (৩৬) ও তার স্ত্রী শান্তি রানী দে (২৭)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। 

শুক্রবার (১ এপ্রিল) রাত ১টার দিকে রাজুর এবং সাড়ে আট ঘণ্টার ব্যবধানে শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে শান্তি রাণীর মৃত্যু হয়। রাজু দে'র শরীরের ৫৫ শতাংশ এবং শান্তি রানীর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। 

এর আগে গত ২৭ মার্চ ওয়ারী জয় কালী মন্দির মেথর পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচ জনসহ মোট সাত দগ্ধ হয়েছিলেন।

আরও পড়ুন: ‘প্রথম আলোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ নেই’

বাকি দগ্ধরা হলেন- রাজুর মা কান্তা রানী (৬০), দুই ছেলে কৃষ্ণ দাস (৭) ও লক্ষণ দাস (৪)। এছাড়াও প্রতিবেশী গীতা রানী দে (৬৫) ও আফজাল (৫২) দগ্ধ হন। 

তাদের মধ্যে বর্তমানে দাদি ও দুই নাতি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে গীতা রানী ও আফজাল চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads