চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) বিকেলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
সাদিক জানান, আজকের মিটিংয়ে উপস্থিত কার্যকরী পরিষদের সবাই তার সদস্যপদ স্থগিতের ব্যাপারে হাত উঁচু করে সম্মতি জানিয়েছেন। পরে উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে।
তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে আপত্তিকর কথা বলেছেন জায়েদ খান। এ ব্যাপারে তাকে চিঠি দিয়ে ৭-১০ দিনের ভেতরে এর উত্তর দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি।
এদিকে, শুধু জায়েদ খান নন, আলাদা দুটি চিঠি পাঠিয়ে শিল্পী সমিতির নির্বাচিত সহ-সভাপতি চিত্রনায়ক রুবেল এবং কার্যনির্বাহী সদস্য অভিনেত্রী সূচরিতাকেও তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের সই করা ওই চিঠিতে রুবেল ও সূচরিতার বিরুদ্ধে অভিযোগ, শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পর পর তিনটি মিটিংয়ে তারা অনুপস্থিত ছিলেন এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজেও তাদের দেখা মেলেনি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.