ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

অতিরিক্ত মদপানেই মরে গেছে বহু রুশ সেনা: ব্রিটেন

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ ১৮:১৫:৫১ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৮:৫৪:১৮
অতিরিক্ত মদপানেই মরে গেছে বহু রুশ সেনা: ব্রিটেন

অত্যধিক পরিমাণে অ্যালকোহল বা মদপানের কারণে ইউক্রেনে বহু রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রোববার (২ এপ্রিল) ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

মন্ত্রণালয়ের তথ্য মতে, ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে প্রায় দুই লাখ রুশ সেনা হতাহতের শিকার হয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা যুদ্ধ ব্যতীত ভিন্ন কারণে হতাহত হয়েছে। যার মধ্যে মদপান অন্যতম। 

সাম্প্রতিক একটি রাশিয়ান টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে যে, অপরাধ এবং অ্যালকোহল সম্পর্কিত ঘটনায় অনেক বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। 

তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়াতে মদপানকে অনেক আগে থেকেই রুশ সামরিক জীবনের একটি স্বীকৃত অংশ হিসাবে দেখা হয়, এমনকি যুদ্ধের মাঠেও।

অন্যদিকে রুশ কমান্ডাররা সম্ভবত ব্যাপকভাবে অ্যালকোহলের অপব্যবহারকে চিহ্নিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও আভাস দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। 
উল্লেখ্য, রাশিয়ার ইতিহাসের সাথে মদ (ভদকা) ওতপ্রোতভাবে জড়িত। কিংবদন্তি অনুসারে ১৪৩০ সালে একজন সাধু, মস্কোর ক্রেমলিনের ভেতরে চুদোভ মনাস্ট্রিতে সর্বপ্রথম রুশ ভদকার প্রস্তুত প্রণালী তৈরি করেন। পাতনের যন্ত্র এবং বিশেষ জ্ঞান থাকায় তিনি নতুন ধরনের, উচ্চ মানসম্পন্ন একটি অ্যালোকোহলিক পানীয়র আবিস্কারক হয়ে ওঠেন। এই ‘ব্রেড ওয়াইন’ (সেসময় যে নামে পরিচিত ছিলো) একটি বড় সময় ধরে শুধু মস্কোতেই পাওয়া যেত এবং শিল্প বিপ্লবের আগে পর্যন্ত তা বাইরে পৌঁছয়নি। এ'কারণে এই পানীয়ের সাথে মস্কোর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
রুশ দাপ্তরিক কাগজপত্রে ভদকা শব্দটির প্রথম লিখিত ব্যবহার হয় ৮ জুন, ১৭৫১ সালে, রুশ সম্রাজ্ঞী এলিজাবেথের এক আদেশপত্রে। ভদকা ডিসটিলারিসের মালিকানাস্বত্ব দাবি করে এই আদেশপত্র জারি করা হয়েছিলো। ভদকা থেকে প্রাপ্ত শুল্ক ছিলো জার শাসনামলের রাশিয়ার অর্থাগমের একটি বড় উৎস। তখন সরকারি রাজস্বের প্রায় ৪০% আসতো শুধু ভদকাসংক্রান্ত বাণিজ্য থেকে। 

একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads