স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সই জাল করে পুলিশের কর্মকর্তাদের চিঠি দিয়ে প্রতারণার অভিযোগে পঞ্চগড়ে মোজাম্মেল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, অভিযুক্ত মোজাম্মেল পুলিশি সহায়তা ও তদবির নিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরিত ৪টি আবেদন বিভিন্ন দপ্তরে পাঠায়। এর মধ্যে একটি পঞ্চগড় পুলিশকে পাঠালে পুলিশের সন্দেহ হয়। পরে বিষয়টি তদন্ত করে সিল ও সই জালিয়াতির প্রমাণ পায় তারা।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় দুটি মামলা হলে গলেহা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ৪০ হাজার টাকায় পোড়া চাদর কিনলেন প্রতিমন্ত্রী পলক
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আমাদের বিষয়টি সন্দেহ হলে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ করি। এরপর তারা হাতের লেখা এবং সই দেখে ও যাচাই করে নিশ্চিত করেন বিষয়টি জালিয়াতি। পরে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.