ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ফুলবাড়িয়ার নগর প্লাজায় নেই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা

হাবিব রহমান, একাত্তর
প্রকাশ: ১৬ মে ২০২৩ ১৮:৫৪:৪৫
ফুলবাড়িয়ার নগর প্লাজায় নেই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা

ফুলবাড়িয়ার নগর প্লাজা মার্কেটে নেই আগুন নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা। যে কোন দুর্ঘটনায় এখানে আগুন নেভানোসহ উদ্ধার তৎপরতা চালানো কঠিন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নগর প্লাজা মার্কেটের দোকান মালিক সমিতি জানায়, দক্ষিণ সিটি কর্পোরেশন বিষয়টি দেখভাল করেছে।

দক্ষিণের মেয়র জানালেন ঝুঁকিপূর্ণ সব ভবনেরই তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গুলিস্তান ফুলবাড়িয়ার নগর প্লাজা মার্কেটে এক সময়ের চার তলা ভবনটি এখন আট তলা হয়েছে। যদিও কোন মার্কেট কর্তৃপক্ষের কাছে এই ভবনের কোন নকশা নেই।

সকালে মার্কেটটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এনএসআই, ফায়ার সার্ভিসসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি দল। পুরানো এই মার্কেটে পানি সরবরাহের কোন ব্যবস্থা নেই।

পানির রিজার্ভারের ব্যবস্থা থাকলেও আগুন লেগে গেলে সেটি কোন কাজে আসবে না।

সরু সিঁড়িতে নেই রেলিং, আগুন নিয়ন্ত্রণে দোকানগুলোতে সিলিন্ডার আছে হাতেগোনা। বিদ্যুতের লাইনগুলোও এলোমেলো। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও অপরিকল্পিত।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, রাজধানীতে বেশ কটি মার্কেটের অবস্থাই এমন ঝুঁকিপূর্ণ।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর অধির চন্দ্র হাওলাদার বলেন, বৈদ্যুতিক লাইনগুলোর অনেক ক্রুটি আছে। পানি সরবারহেরও তেমন ব্যবস্থা নেই। তাছাড়া যে সিঁড়িগুলো আছে তারও বেশিরভাগেরই রেলিং নেই।

তবে মার্কেটটির সাধারণ সম্পাদক দায় চাপালেন সিটি কর্পোরেশনের ওপর। জানালেন তারা এখনও কোন ব্যবস্থা নেয়নি।

ফুলবাড়িয়ার নগর প্লাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এটা তো সিটি কর্পোরেশনের মার্কেট। তারা এটা দেখবে। আমরা যতোটুকু পারছি ধীরে ধীরে উন্নতি করছি।

দক্ষিণের মেয়র জানান, রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর তালিকা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এ বিষয়ে শেখ ফজলে নুর তাপস বলেন, অগ্নি নির্বাপণ ইউনিট চিহ্নিত করছে যে- এখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আমরা সেটি নিয়ে কাজ করছি। এছাড়া যেসব ভবন ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে- সেগুলো ভেঙে ফেলা হবে।

আপাতত মার্কেটগুলো পরিদর্শন করে দুর্যোগ নিয়ন্ত্রণে কি কি ঘাটতি আছে সেই বিষয়গুলো সংশ্লিষ্টদের জানানো হচ্ছে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads