ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

শনিবার কানে দেখানো হবে পরীমনির ‘মা’

পার্থ সনজয়, কান থেকে
প্রকাশ: ১৯ মে ২০২৩ ১৭:৪৯:৪৬ আপডেট: ১৯ মে ২০২৩ ১৭:৫১:০৩
শনিবার কানে দেখানো হবে পরীমনির ‘মা’

অবশেষে আলো জ্বলছে কান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ বুথে। শনিবার অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে ছবির বাজারে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। 

অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবের মূল ভেন্যুর মিনি সিনেপ্লেক্সে। মার্শে দ্যু ফিল্মের আওতায় পালে দে ফেস্টিভ্যালে ভবনের পালে ই থিয়েটারে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রিমিয়ার হবে ‘মা’।

পরিচালক অরণ্য আনোয়ার কানের ছবির বাজারে নিয়ে এসেছেন পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘মা’। পরীমনি এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন। 

কান উৎসবে অবস্থান করা অরণ্য আনোয়ার একাত্তরকে বলেন, আমরা চেয়েছি ছবিটি আগে কানেই প্রদর্শিত হোক। যেহেতু কান ফিল্ম ফেস্টিভ্যালকে বলা হয় ভার্জিন ফিল্মের ফেস্টিভ্যাল। আমরা সেটা রক্ষা করতে চেয়েছি আর এ কারণে ২০ মে সন্ধ্যায় কানে প্রদর্শনীর পর ২৬ মে চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পাবে। 

চলচ্চিত্রটির প্রযোজক পুলক কান্তি বড়ুয়া বলেন, ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বুথ স্থাপন করেছে বাংলাদেশ। উৎসবের ৭৫ বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম বুথে প্রথম চলচ্চিত্র হিসেবে ‘মা’ এখানে শোভা পাচ্ছে। 

আরও পড়ুন: বাফটায় আলোচনার শীর্ষে ‘আই এম রুথ’, সেরা অভিনেত্রী উইন্সলেট

এদিকে, উৎসবের দ্বিতীয় দিন ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধনে ছড়ায় তারকা দ্যুতি। সাইফ আলী খান তনয়া সারা আলী খান, অস্কার বিজয়ী পরিচালক গুনিত মনগা, মধুর ভান্ডারকার, উর্বশী রাউতেলারা ছড়ালেন আলো। আনুষ্ঠানিকতা শেষে একাত্তরের ক্যামেরায় সারা আলী ভাগ করলেন তার কান অভিজ্ঞতা। 

তিনি বলেন, ‘এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। কানে উপস্থিত হওয়াটা খুবই উপভোগ্য এবং আমি বারবার এখানে আসতে চাই। আমি আশা করি আমাদের দেশ থেকে আরও মানুষ এখানে যোগ দেবেন।’


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads