কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন ছবির বাজারে প্রদর্শিত হলো অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমনি অভিনীত সিনেমা মা। ১৯৭১ এর পটভূমিতে মায়ের সার্বজনীন মাতৃত্ব আর একটি দেশের জন্ম সমান্তরালে ধরা দিয়েছে ছবির গল্পে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দ্য ফেস্টিভ্যালের মিনি থিয়েটার ‘পালে ই’-তে ছবিটির মার্কেট স্ক্রিনিং শেষে উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি দেখে উচ্ছ্বসিত আগত দর্শকরাও। উৎসবে বেশ সম্মানের সঙ্গেই জায়গা করে নিয়েছে সিনেমাটি।
সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর নির্মাতা অরণ্য সময় বলেন, কান ফেস্টিভ্যালে মূলত আমি যে কারণে এসেছিলাম, তার সবই পেয়েছি। তাই অনেক বেশি আবেগী হয়ে পড়েছি। কানের মতো আন্তর্জাতিক একটি উৎসবে বাংলাদেশি সিনেমা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মা’ সিনেমাটি। এর গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য করেছেন অরণ্য আনোয়ার।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে নায়িকা পরীমণি অভিনয় করেছেন। ‘মা’ সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ। ২৬ মে বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.