আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল জয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কাতারের মাঠে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি শিরোপা মঞ্চে তার অদ্ভূত আচরণও গোটা বিশ্বে সংবাদ শিরোনাম হয়েছেন। তিনি এবার বাংলাদেশেও শিরোনাম। ৩ জুলাই ঢাকায় আসছেন তিনি।
৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার আগে ঢাকায় পা রাখবেন তিনি। সে কথা নিজেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্টিনেজ।
আর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এ খবর নিশ্চিত করেছেন। এর আগে পেলে এবং দিয়াগো ম্যারাডোনার মতো ফুটবল কিংবদন্তিদের কলকাতায় নিয়ে এসে শিরোনাম হয়েছিলেন তিনি। শতদ্রু জানান, বাংলাদেশ সম্পর্কে মার্তিনেজের বিশেষ আগ্রহ রয়েছে।
তিনি বলেন, মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় সম্ভবত মার্তিনেজ। তাই আমি এবং আমার অংশীদাররা তাকে কলকাতায় নিয়ে আসছি। আমরা বাংলাদেশের পৃষ্ঠপোষকদের সঙ্গে ৩ জুলাই মার্তিনেজকে ঢাকায় নিয়ে আসার বিষয়ে কথা বলছি। সবই খুব ইতিবাচক।
তিনি জানান, মার্তিনেজ একদিনের জন্য ঢাকা সফরে যাবেন। তবে সেখানে কোনও অনুষ্ঠানে অংশ নেবেন কি-না তা চূড়ান্ত হয়নি। সেটা বাংলাদেশ পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও ক্লাবে যাবে কি না, তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটা খুব শিগগিরই জানা যাবে।
নিজের ফেসবকু পোস্টে শতদ্রু লেখেন, বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থক সংখ্যা থাকায় তিনি মার্তিনেজকে সেখানে নেয়ার পরিকল্পনা করেছেন। তিনি লেখেন, এমিলিয়ানো মার্তিনেজের মনে বাংলাদেশের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ বাংলাদেশের সমর্থন অনেক বেশি।
গেল ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে কোলো মুয়ানির একটি শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রাখেন। এরপর টাই-ব্রেকারেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.