সৌদি ক্লাব আল নাসরে আসার পর একের পর এক অফার পেয়েই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের পর এবার এই তালিকায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দেশটির এক ধনকুবের সরাসরি বায়ার্নকে অফার দিয়েছেন।
রোনালদোর চুক্তির বড় একটা অংশও নাকি তার কোম্পানি দিতে প্রস্তুত। গ্রীষ্মকালীন ট্রান্সফারেই রোনালদোকে বাভারিয়ানদের ডেরায় দেখতে চান তিনি। কিছুদিন পরপরই পর্তুগিজ তারকার ইউরোপে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে। এবারও তেমন কিনা, সেটি জানা যাবে শিগগিরই।
সেই ছবিটা নিশ্চয়ই সবার মনে আছে। সৌদি সুপার কাপে আল ইতিহাদের কাছে হেরে যাওয়ায় রোনালদোর উপর খেপেছিলেন ক্লাবটির এক পরিচালক। ক্রিশ্চিয়ানোর ট্রেডমার্ক সেলিব্রেশন নিয়েও করেছিলেন ব্যঙ্গ। কিন্তু কথায় বলে মরা হাতিও নাকি লাখ টাকা।
আর সে যদি হয় রোনালদো তাহলে ৩৮ বছরেও তার কদর আকাশছোঁয়া। আল নাসরের ওই বোর্ড ডিরেক্টর রোনালদোর মর্ম না বুঝলেও, পর্তুগীজ তারকাকে পেতে উঠে পড়ে লেগেছেন এক জার্মান ধনকুবের। যে কোন মূল্যে বায়ার্ন মিউনিখে সিআরসেভেনকে তার চাই-ই-চাই।
জার্মান গণমাধ্যম আবেনসাইটোং মুনশিন দিয়েছে এমনই এক চমকপ্রদ খবর। মার্কাস শোন নামের এক বিলিয়নিয়ার রোনালদোকে কেনার জন্য বায়ার্নকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। বায়ার্ন সভাপতি অলিভার কানের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়েছেন তিনি।
মেইলে শন রোনালদোকে বায়ার্নে ফেরানোর দাবি জানিয়েছেন। আর এই কাজটা আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে সম্পন্ন করতে তহবিল গঠনের পরামর্শও দিয়েছেন শন। ১৪ জুন থেকে শুরু হওয়া এই উইন্ডো ১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।
এই মূহুর্তে আল নাসরে রোনালদো বেতন পান বছরে ২২০ মিলিয়ন ইউরো, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই হাজার তিনশো কোটি টাকা। তাই এই পরিমাণ অর্থ জোগাড় করতে শন পথও বাতলে দিয়েছেন বায়ার্ন কর্তৃপক্ষকে।
অলিভার কানকে লেখা সেই মেইলে বায়ার্ন মিউনিখের জার্সি বিক্রি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিলিয়নিয়ার। যার রাজস্ব থেকেই উঠে আসবে রোনালদোর পারিশ্রমিক। রোনালদো ভালো বেতন পেলে যে কোনো ক্লাবে ফিরতে পারেন বলে উল্লেখ করেন তিনি।
চিঠিতে মার্কাস শনের বক্তব্য খুবই স্পষ্ট। তিনি লিখেছেন,রোনালদোকে আনার জন্য তার ট্রান্সফার ফি কিংবা বেতনের অতিরিক্ত অর্থ প্রদানে আমরা রাজি আছি। তবে এর বিনিময়ে আমাদের কোম্পানিকে এই চুক্তির অংশীদার করতে হবে।
যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বায়ার্ন। লিগে এ বছর তাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডর্টমুন্ডের সাথে। ৩২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৮, আর ডর্টমুন্ড পিছিয়ে আছে মাত্র এক পয়েন্টে। কোনমতে শিরোপা হাতছাড়া হলে আগামী মৌসুমের জন্য রোনালদোর দিকে হাত বাড়াতেও পারে জার্মান জায়ান্টরা।
ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন ৩৮ বছর বয়সী রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি’অর জেতা এই তারকার বর্তমান ক্লাবের অবস্থা শোচনীয় হলেও, ব্যক্তিগতভাবে তিনি পারফর্ম করে চলেছেন। সবমিলিয়ে ১৪ লিগ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ১৩ গোল।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.