ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২২ মে ২০২৩ ১৫:৪৪:৫৬
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মির্জা ফখরুল

হাত-পা বেঁধে নির্বাচনে যাওয়ার আহ্বান জানানো হলেও লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলীয় সরকারের অধীনে এদেশে এবার কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। 

রাজধানীর একটি হোটেলে সোমবার জ্বালানি খাত নিয়ে আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, ‘হাত-পা বেঁধে নির্বাচনে যাওয়ার আহ্বান জানাচ্ছে। অথচ লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

‘নেতাকর্মীদের গ্রেফতার শুরু করে দিয়েছে। ন্যাড়া বারবার বেল তলায় যায় না। বিএনপি এবার পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না।’ 

তিনি বলেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে। দলীয় সরকারের অধীনে এদেশে নির্বাচন এবার হবে না।’

নির্বাচন সামনে রেখে সরকার আবারও গ্রেপ্তার শুরু করেছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বর্তমানে দলীয় সরকারের অধীনে নির্বাচন অসম্ভব। যদিও আওয়ামী লীগ অতীতে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই আন্দোলন করেছে। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকারে এসে পরিকল্পিতভাবে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী, আওয়ামী লীগ মানেই দুর্নীতিবাজ। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়াকে গৃহ অন্তরীণ করে রেখেছে। বিএনপির নেতৃত্বকে বিরাজনৈতিকীকরণের লক্ষ্যে দ্রুত সাজা দেয়ার জন্য পুরনো মামলা পুনরায় চালু করেছে।

বিএনপি আন্দোলনে আছে এবং জনগণকে সম্পৃক্ত করতে কর্মসূচি এগিয়ে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, পুলিশ দিয়ে বিএনপির আন্দোলনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে আওয়ামী লীগ। মানুষকে সংগঠিত করতে হবে। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। সরকার নিজেরা অগ্নি সন্ত্রাস করতেই পরিকল্পিতভাবে বিএনপিকে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে সরকারের লোকেরা। সরকার এতে সফলও হচ্ছে, বিদেশী কূটনীতিকরা সংশয় প্রকাশ করা শুরু করেছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, লুটপাট করতে সরকার বিদ্যুৎ খাতকে আলাদাভাবে বেছে নিয়েছে। ঋণের বোঝা ক্রমান্বয়ে বাড়ছে। সরকারের দুর্নীতি বন্ধ না হলে মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের টাকা লুট করে নিয়ে বিদেশে বিনিয়োগ করছে ক্ষমতাসীন দলের লোকেরা।

আওয়ামী লীগ বর্গীর মতো দেশে লুটপাটতন্ত্র কায়েম করেছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে। সরকারের উন্নয়ন বিপ্লব একটি উন্নয়ন মিথ। সরকারের লক্ষ্য যেনতেন ভাবে ক্ষমতায় টিকে থাকা, জনগণকে বোকা বানিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। লুটপাট বন্ধ করতে হলে সরকারের পরিবর্তন ঘটাতে হবে। 

সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে- মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বোয়িং কমিশন দেয় না। এয়ারবাস কমিশন দেয় বলেই নতুনভাবে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার পাঁয়তারা করছে সরকার।


একাত্তর/আরবি 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads