স্প্যনিশ ফুটবলে আবারও বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে ভ্যালেন্সিয়াতে খেলতে গিয়েছিলো রিয়াল। ম্যাচে এক শূণ্য গোলে হেরে যাওয়ার পরও গ্যালারি থেকে ভিনিসিয়াসকে শুনতে হয়েছে বর্ণবাদী শ্লোগান।
ম্যাচ হেরে লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়া লস ব্লাঙ্কোস ছাড়িয়ে আলোচনা এসেছে ২২ বছরের ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের বর্ণবাদের শিকার হওয়া, হাতাহাতিতে জড়ানো এবং শেষ পর্যন্ত লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ার ঘটনাটি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচে ভ্যালেন্সিয়ার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছে। ভিডিওটি এখন ছড়িয়ে পড়েছে সাড়া বিশ্বজুড়ে। আর, তাই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনারও কোনো শেষ নেই।
ম্যাচের ৩৩ মিনিটে পিছিয়ে পড়ার যখন রিয়াল সমতা ফেরাতে মরিয়া, তখন স্বাগতিক দল ভ্যালেন্সিয়ার দর্শকরা ভিনিসিয়াসকে বর্ণ পরিচয় তুলে গালি দিতে থাকে। বেশ কিছু বর্ণবাদী দর্শককে চিনেও ফেলেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তিনি আঙুল নির্দেশ করে তাদের প্রতি ব্যবস্থা নেয়ার দাবি জানালে ম্যাচ কিছুক্ষণ বন্ধও থাকে। মাঠের ফুটবলেও রোববারের ম্যাচে বারবার আক্রান্ত হতে দেখা গেছে ভিনিসিয়াসকে। ২২ বছর বয়সী এই তারকাকে ১০টি ফাউল করা হয়েছে এদিন।
ম্যাচ শুরুর পরে শেষ বাঁশির মিনিট তিন আগে ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ান ভিনিসিয়াস। দলটির জর্জিয়ান গোলরক্ষক মার্দাসভেলি তেড়ে এসে ভিনির সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। ভ্যালেন্সিয়ার টনি লাতো পেছন থেকে তার গলা চেপে ধরেন।
দুই দলের ফুটবলাররা ভিনি ও মার্দাসভেলিকে আলাদ করে ফেলেন। এমন সময় ভিনিসিয়াসের একটি চড় লেগে যায় ভ্যালেন্সিয়ার হুগো দুরোর মুখে। ব্যাস, আর যায় কোথায়। রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন লস ব্লাঙ্কোসের এই ফরোয়ার্ডকে।
বর্ণবাদী আচরণের ঘটনা এটাই প্রথম নয় ভিনিসিয়াসের সঙ্গে। গত দুই বছরে অন্তত তিন দফায় এর শিকার হন তিনি। এই ব্রাজিলিয়ানের প্রতি সম্ভাব্য হেট ক্রাইম নিয়েও তদন্ত করছে স্প্যানিশ পুলিশ। চলতি মৌসুমে লা লিগায় ৭৯ বার ফাউলের শিকার হয়েছে ভিনসিয়াস, ইউরোপের শীর্ষ সাত লিগে কোন ব্যক্তিগত খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ।
ম্যাচ শেষে রিয়ালের কোচ মার্সেলো অ্যানচেলত্তি ভ্যালেন্সিয়ার গ্যালারি ও মাঠে ঘটে যাওয়া সব ঘটনার তীব্র ক্ষোভ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, স্প্যানিশ ফুটবল বর্ণবাদে দুষ্ট। এর থেকে বেরিয়া আসার উপায় খুঁজতে লা লিগা কর্তৃপক্ষের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.